
বিশ্বনাথ প্রতিনিধিঃ আধুনিক ও মাদ্রাসা শিক্ষা সেলেবাসের পাঠ্যসূচি নিয়ে বর্তমান ২০২৩ সালের প্রথম থেকে শিক্ষা কার্যক্রমের সূচনা করে বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠান। মাদ্রাসাটির অস্হায়ী ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা রোডে অবস্থিত একটি ভবনে। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে সাউথ সিলেট এসোসিয়েশন সোসাইটি। .
.
এক বৎসরের মধ্যেই মাদ্রাসাটি নিজস্ব ভুমি ও অবকাঠামো তৈরির ব্যবস্তা করেছে । এক এজর জায়গা নিয়ে বিশ্বনাথ সুড়ির খাল বাইপাস রোডের দক্ষিণ পাশে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার স্হায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন আজ ১৩ নভেম্বর সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। .
.
ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্হিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো: মতিউর রহমান, আল মদিনা একাডেমীর প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বাবুল মিয়া, পরিচালক মোহাম্মদ তালেব আহমদ গোলাপ, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহিন আহমদ রাজু, কন্ট্রাক্টর জাহেদুর রহমান, বিশনাথ পুরাতন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শুয়াইবুর রহমান,.
.
আব্দুল মালিক, সুড়ির খাল গ্রামের বিশিষ্ট মুরব্বি .
হাজী হারিছ আলী, তবারক আলী, লাল মিয়া, মানিক মিয়া, সমাজসেবী ফুলকাছ মিয়ার, সাবেক কাউন্সিলার প্রাথী রফিকুল ইসলাম ফিরুজ,.
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, টিকাদার আব্দুল ওয়াহিদ, আব্দুর রহিম, ছাত্র সংগঠক এম. আহমদ আমিন, দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার শিক্ষক মাও: মুক্তার হোসেন, মাও: জাকির হোসেন ,মাও: দিলওয়ার হোসেন, অভিভাবক ওমর ফারুক, দিলদার হুসেন,কামরুল ইসলাম,ও সুড়ির খাল গ্রামের যুবক হেলাল উদ্দিন, ইব্রাহিম আলী, আবুল আসাদ আসকা,সানুর আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।.
এসময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: হাবিবুর রহমান।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: